শূন্য হৃদয় কত কথা কয়
অন্য হৃদয় থাকে নিরুত্তর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
শূন্য হৃদয় কত কথা কয়
অন্য হৃদয় থাকে নিরুত্তর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
একটা হৃদয় বেহিসেবী খুব
জোয়ার জাগে তবু ভাটাতেই সুখ
অন্য হৃদয় হিসেব কষে যায়
মৌনতার ঘোরে সে উন্মুখ
দহনলাগা তৃষ্ণা নিয়ে এ হৃদয় যাযাবর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
একটা চোখে স্বপ্ন অপার
বর্ষার মেঘ, বৃষ্টি আর বাতাস
অন্য চোখে জোছনা পড়ে না
জলজোছনা আদর সে পায় না
দহনলাগা তৃষ্ণা চোখে এ হৃদয় যাযাবর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর, ও-ও-ও-ওহ
কেউ পায় না কারো খবর