Shopner Jahaj - Bappa Mazumder Lyrics


বিকেলে সন্ধ্যা নামে
সন্ধ্যায় নামে রাত
তুমি রোজ নিয়ে যাবে
আমার সকল সাধ
আমার প্রিয় সবকিছু
ছোঁয়ার আগেই হারিয়ে যায়

স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়
শহরের আকাশটাকে
বানিয়েছিলাম ঘর
হাত বাড়িয়ে নিয়ে গেলে
পুরোটা শহর

আমার প্রিয় সবকিছু হায়
তোমার চোখে জড়িয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়

ভোরের আগেই হলো সূর্যটা উধাও
স্বপ্ন হারাবে দূর আঁধারে কোথাও
সব নিও না কিছু তো রেখে যাও
চাই না হারাতে বাঁচার অাশাটাও

আমার প্রিয় সবকিছু হায়
ছোঁয়ার আগেই হারিয়ে যায়
স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়

স্বপ্নেরই জাহাজে
ছুটে যাই আমি যে
কত না সহজে মোহনায়

Shopner Jahaj lyrics !!!