Benananda - Bappa Mazumder Lyrics


বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা

এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো
এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
মালা হয়ে উঠবো আমি
মালা হয়ে উঠবো আমি
বেনান্দের গলেতে

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা

এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো

এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
শাড়ি হয়ে উঠবো আমি
শাড়ি হয়ে উঠবো আমি
বেনান্দের অঙ্গেতে

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা

এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
এবার মরে মাটি হবো গো
এবার মরে মাটি হবো
কুমোর ঘরে জন্ম নেবো
কলসি হয়ে উঠবো আমি
কলসি হয়ে উঠবো আমি
বেনান্দের কাঙ্খেতে

বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা

Benananda lyrics !!!