এখন অনেক ইচ্ছে
তাই গোধূলীর স্বপ্ন নেই
আমার এখন অনেক আলো
তাই রাত নীল, কালো নেই
আমার এখন অনেক আমি
তাই তুমি নেই
একাই অনেক আমিতে
আমি নেই
আমার এখন অনেক ইচ্ছে
তাই গোধূলীর স্বপ্ন নেই
আমার এখন অনেক আলো
তাই রাত নীল, কালো নেই
আমার এখন অনেক আমি
তাই তুমি নেই
একাই অনেক আমিতে
আমি নেই
আমার এখন অনেক বন্ধু
তাই সঙ্গী নেই
আমার এখন অনেক গ্লানি
তাই কষ্ট নেই
আমার এখন অনেক স্মৃতি
তাই কান্না নেই
আমার এখন অনেক সুখ
তাই হাসি নেই
আমার এখন অনেক আমি
তাই তুমি নেই
একাই অনেক আমিতে
আমি নেই
আমার এখন অনেক সময়
তাই প্রহর নেই
আমার এখন অনেক সুখ
তাই গা নেই
আমার এখন অনেক চাওয়া
তাই পাওয়া নেই
আমার এখন অনেক বলয়
তাই সীমা নেই
আমার এখন অনেক আমি
তাই তুমি নেই
একাই অনেক আমিতে
আমি নেই